Notice Board:
ইফতার অনুষ্ঠান’২০১৫ তে গৃহীত সিদ্ধান্ত ও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা
০৬.০৭.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। গত ২৯.০৬.২০১৫ ইং অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে সম্মানিত সদস্যবৃন্দের মধ্য থেকে জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯), মোঃ রাইছূল হক (এম-২), মোঃ এহসানুল ইসলাম (এম-৩) , ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২), মোঃ ইকবাল হোসাইন (এম-৯), মোঃ নজরুল ইসলাম (এম-২৪), মোঃ হাসান আলী (১৮), ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪), ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭), এম. শাহ সেলিম (এম-১৩), মোহাম্মদ আলী চৌধূরী (এম-৪৮), মোঃ মাহবুব জামী (এম-৫০) উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিু লিখিত সিদ্ধান্ত গৃহীত হয় ও বেশকিছু প্রস্তাব উত্থাপিত হয়, যেগুলো আপনাদের মতামতের জন্যে প্রেরণ করা হলো, দয়া করে আপনাদের মতামত আগামী ২০শে জুন ২০১৫ এ মাঝে জানাবেন।
সিদ্ধান্তঃ
পাঁচ সদস্য বিশিষ্ট ’কুইক ডিসিশন মেকিং টিম’ বা ’কিউডিএমটি’ গঠন করা হয়। উপদেষ্টাদের মধ্য থেকে একজন, নব-নির্বাচিত সভাপতি, সহসভাপতি ও দুইজন কমিটির মেম্বার নিয়ে এ টিম গঠিত হয়। এ টিমের সদস্যগণ হলেনঃ জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯), মোঃ রাইছূল হক (এম-২), মোঃ এহসানুল ইসলাম (এম-৩) , ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪) ও মোঃ নজরুল ইসলাম (এম-২৪)। এই কমিট দ্রুততার সাথে ছোটখাট কোন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করবে। (এ ব্যাপারে আইবিসফরের অর্গানাইজেশনাল গাইড লাইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে)
প্রস্তাবসমূহঃ
০১. সঞ্চয় বৃদ্ধি সংক্রান্তঃ উপস্থিত সদস্যদের কাছ থেকে ৩ ধরনের প্রস্তাব পাওয়া গেছে। এ ব্যাপারে সকল সম্মানিত সদস্যের মতামত আহ্বান করা হচ্ছে।
(১) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে ৩ মাস পর পর ১০,০০০/- টাকা করে জমা করা;
(২) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে প্রতি মাসে ১০০০/- টাকা করে জমা করা;
(৩) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে প্রতি মাসে ৫০০/- টাকা করে জমা করা
০২. ঢাকার বাইরে কমদামে বড় সাইজের ধানের জমি বা বাগানবাড়ী ক্রয় করা যেখানে পিকনিক স্পট বা কৃষি পন্য উৎপাদনের জন্যে ব্যবহার করা যাবে।
০৩. আইবিসফরের সদস্যদের নিয়ে মাঝে মাঝে পিকনিক বা বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনে যাওয়া;
০৪. ভালো লোকেশনে নির্মানাধীন ফ্ল্যাট, দোকান ইত্যাদি ক্রয় করা
উপরোক্ত বিষয়সমূহে আপনাদের মতামত দয়া করে আগামী ২০শে জুলাই এর মাঝে জানাবেন। আল্লাহ হাফেজ।
সহযোগীতা চাই
০১.০৭.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আজথেকে শুরু হলো ২০১৫-১৬ সেশনের নতুন কমিটির পথ চলা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন প্রয়োজন আপনাদের সহযোগীতা। গত ২৯.০৬.২০১৫ ইফতার অনুষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শসমূহ নিয়ে আলাদা মেইল প্রস্তুত হচ্ছে। অতিশীঘ্রই তা আপনাদের কাছে পাঠানো হবে। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার বিক্রির জন্যে গত ৪ মাস চেষ্টা চালিয়েও আমরা সফল হতে পারিনাই। সর্বশেষ ডা. তোফার কাছে ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত হলেও সে এখন এটা নিতে অপারগতা প্রকাশ করেছে। তাই আমরা নতুন আঙ্গীতে নতুন চ্যালেঞ্জ নিয়ে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার টার্গেট নিয়ে আজ থেকে কাজ শুরু করলাম ইনশাআল্লাহ। এ ১ বছর আমি নিজে প্রতিদিন সেখানে সময় দেয়ার চেষ্টা করব এবং নিজ হাতে হিসাব রাখার চেষ্টা করব। এ ব্যাপারে মহান আল্লাহর দয়া ও আপনাদের সহযোগীতা কামনা করছি। আপনারা খাস করে একটু দোয়া করবেন ও যতটা সম্ভব রোগী পাঠানোর চেষ্টা করবেন। আমরা নিুলিখিত বিষয়গুলো সেখানে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহঃ
১. আগামী ৩০ জুন ২০১৬ পর্যন্ত ১ বছরের জন্যে আমি নিজে এ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলাম এবং এর উন্নয়নের জন্যে আজ থেকে নতুন উদ্যোমে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
২. মাসিক বেতনের ভিত্তিতে আরো একজন ডাক্তার নিয়োগ দেয়ার চেষ্টা করা হবে।
৩. ডিসকাউন্ট কুপন চালু করা হবেঃ আমরা সকল রোগীর একটি ডাটাবেজ তৈরী করতে চাই। যেন সময় সময় তাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো যায়। এ লক্ষ্যে রোগীদের প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহের জন্যে একটি ডিসকাউন্ট কুপন তৈরী করা হবে। এ কুপনে সকল নতুন রোগীকে তার গুরুত্বপূর্ণ তথ্যাবলী লিখে জমা দেয়ার অনুরোধ করা হবে। যে সকল রোগী তা পালন করবে তাদেরকে প্রথমদিন ৫০% ডিসকাউন্ট দেয়া হবে। এ ভাবে রোগীদের প্রয়োজনীয় তথ্যাবলী আপনাআপনি আমাদের সংগ্রহে চলে আসবে। আমরা সে সকল তথ্য কম্পিউটারে লিপিবদ্ধ করে তাদেরকে একটি আই ডি নম্বর দিয়ে দিব। সে আই ডি অনুসারে উক্ত রোগীর সেবা দেয়া হবে।
৪. জুম’আ বার সহ সকল ছুটির দিনে চেম্বার খোলা রাখার চেষ্টা করা হবে।
৫. আইবিসফর.ব্লগস্পট.কম এ এফডিসি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করা হবে।
৬. প্রচার প্রচারণার ব্যবস্থা করা হবে।
৭. চেম্বারে টিভি/কম্পিউটার স্থাপন করা হবে।
পুনরায় আল্লাহর সাহায্য ও আপনাদের দোয়া এবং সহযোগীতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
বিনীত, এম. রাইছূল হক
২৫.০৬.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিবারের মত এবারও আইবিসফরের সদস্যগণের জন্যে ইফতারের আয়োজন করা হচ্ছে। তারিখঃ ২৯ জুন ২০১৫, স্থানঃ মিটিং রুম (আইডিয়া ফ্যাক্টরী), আইসিটিডব্লিউ, ১৯৬, মতিঝিল বা/এ, ঢাকা। সময়ঃ বিকেল ০৪:০০ থেকে ইফতার পর্যন্ত। আলোচ্যসূচীঃ
১. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত
২. ২০১৪-১৫ সেশনের বিদায়ী সভাপতির বক্তব্য
৩. নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও কয়েকজন সদস্যের অনুভূতি প্রকাশ
৪. এফডিসির বিষয়ে আলোচনা
৫. ২০১৫-১৬ সেশনের নতুন কমিটির কয়েকজন সদস্যদের বক্তব্য
৬. নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা
৭. ’কুইক ডিসিশন মেকিং টিম’ গঠন নিয়ে আলোচনা
৮. পারস্পরিক পরিচিতি
৯. বিবিধ
১০. ২০১৫-১৬ সেশনের নতুন সভাপতির বক্তব্য
১১. দোয়া ও মুনাজাত
১২. ইফতার গ্রহণ (হীরাঝিল হোটেল, মতিঝিল) (সৌজন্যেঃ এম. রাইছুল হক)
সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে হাজির হওয়ার জন্যে অনুরোধ করা হলো। দয়াকরে এ মেইলটির প্রাপ্তি স্বীকার করলে আমরা খুশি হব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
২০.০৬.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আইবিসফরের আগামী ২০১৫-১৬ সেশনের কমিটি নির্বাচিত করেছেন যার কপি গত ১৬.০৬.২০১৫ ইং ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যারা কষ্টকরে ভোট দিয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরা যারা ভোট দেনটি, তাদের নিকট আমাদের বিনীত অনুরোধ আপনারা যদি দয়াকরে কারণটি আমাদেরকে জানান আমরা খুবই উপকৃত হব। হয়তোবা আপনারা নির্বাচনের এ প্রকৃয়াটিকে পছন্দ করেননি বা পদ্ধতিটি আপনাদের কাছে ভালো মনে হয়নি অথবা অন্য কোন কিছু। কারণ যাই হোক না কেন আপনারা দয়াকরে লিখে জানালে ভবিষ্যতে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নির্বাচন প্রকৃয়া পরিচালনা করব ইনশাআল্লাহ। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব ইঞ্জিনিয়র আল মো: জুবায়ের ইসলাম (এম-২৮)। তিনি অত্যন্ত কষ্ট করে, মূল্যবান সময় ব্যয় করে এবং আন্তরিকতার সাথে এ কাজটি সম্পন্ন করেছেন। এ জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ। একজন সম্মানিত সদস্য নির্ধারত তারিখের পরে ভোট দিয়েছেন এবং কয়েকজন সদস্য একই পদে পূর্বের ব্যাক্তিকে ভোট দিয়েছেন যা সঠিক ভোট হিসেবে ধরা সম্ভব হয়নি, ভবিষ্যতে এ বিষয়টি খেয়াল রাখার জন্যে সকল সম্মানিত সদস্যকে অনুরোধ করা হলো। ২০১৫-১৬ সেশনের কমিটির ও উপদেষ্টামন্ডলীর তালিকা নিুে প্রদান করা হলোঃ
(আইবিসফরের অর্গানাইজেশনাল গাইডলাইনের আলোকে যে সকল সদস্য অতীতে যে কোন সময় কমিটির সদস্য ছিলেন কিন্তু সর্বশেষ কমিটিতে নেই সে সকল সদস্য আপনাআপনি সর্বশেষ কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত হন, সে আলোকে নিচের তালিকা প্রনয়ন করা হলো)
উপদেষ্টামন্ডলীঃ
১. মোঃ রফিকুল ইসলাম (এম-১) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
২. মোঃ ছাইদুল হক (এম-৫) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
৩. কাজী মোঃ লুৎফুর রহমান (এম-১২) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
৪. মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৫. মোঃ মাহফুজ উল্লাহ শরিফি (কল্লোল) (এম-৩৫) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৬. ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন (মঈন) (এম-২৭) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৭. ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৮. কাজী নাজনীন আক্তার (এম-৩৮) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
উপদেষ্টাদের দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা, কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, নিয়মিত সভাসমূহে যোগদান করা, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে কাজ করা।
১) সভাপতি
১ম: মোঃ রাইছূল হক (এম-২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। উপদেষ্টামন্ডলী, কমিটি ও কমিটির বাইরের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, কমিটির সদস্যদের কাজের তদারকী করা, প্রতিষ্ঠানের সার্বিক তদারকী, কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, ব্যাংক একাউন্ট পরিচালনা করা, বি.ও একাউন্ট পরিচালনা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন করা, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন করা, বাৎসরিক হিসাব তৈরীতে তদারকী করা ইত্যাদি।
২) সহ-সভাপতি
মোঃ এহসানুল ইসলাম (এম-৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। কমিটি ও অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন, ব্যাংক হিসাব পরিচালনা করা, বি.ও হিসাব পরিচালনা করা, সার্বিকভাবে প্রতিষ্ঠানের সবকিছু তদারকী করা ইত্যাদি।
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ সংক্রান্ত (সভাপতি)
ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা। শরীয়াসম্মত ও লাভজনক নতুন নতুন প্রজেক্ট চালু করা। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টসমূহ তদারকী করা, বিনিয়োগকৃত অর্থের রিপোর্ট তৈরী ও সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট প্রেরণ ইত্যাদি।
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় সংক্রান্ত (সহ-সভাপতি)
ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। সঞ্চয় বৃদ্ধির জন্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন। সদস্যদের সঞ্চয় বৃদ্ধির জন্যে উৎসাহ যোগানো, সঞ্চয়কৃত অর্থ সদস্যদের হিসাবে জমাকরা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি।
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়)
ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ভালো, মানসম্মত ও শরীয়াসম্মত শেয়ার ক্রয় করা, প্রয়োজনের সময় বা লাভে বিক্রয় করা। ওয়েবসাইটে নিয়মিত পোষ্টিং দেয়া। ব্যাংক একাউন্ট এবং বি.ও একাউন্টের মাঝে টাকা আদান-প্রদান করা। সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট তৈরী ও প্রেরণ ইত্যাদি
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট)
ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার এর সার্বিক দায়িত্ব পালন, মার্কেটিং, কাস্টমার কেয়ার ইত্যাদি নিয়ে কাজ করা। রিপোর্ট তৈরী ও সকল সদস্যকে প্রেরণের ব্যবস্থা তদারকী করা ইত্যাদি।
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং)
এম. শাহ সেলিম (এম-১৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ও বি এস এস অর্থাৎ অনলাইন বায়িং সেলিং প্রজেক্টে নতুন নতুন বৈধ ও শরীয়সম্মত পণ্য যুক্ত করা, পন্যসমূহ বিক্রি করা, ওয়েবসাইটে পণ্যতালিকা আপডেট করা, গ্রাহকের কাছে পণ্য পৌছানোর ব্যবস্থা করা ইত্যাদি।
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত
মোঃ ওয়াহিদুল ইসলাম (এম-৬)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম অবলোকন করা ও আইনগত কোন জটিলতা তৈরী হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা, প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে আইনী কাঠামোতে রূপান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি।
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত
মোঃ নজরুল ইসলাম (এম-২৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সদস্যদের সঞ্চয়কৃত অর্থের পরিমাণ মনিটরিং করা ও কোথায় বিনিয়োগ করলে ভালো হবে সেটা নিয়ে গবেষণা করা ও সে আলোকে পরামর্শ প্রদান করা ইত্যাদি।
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন সংক্রান্ত (সভাপতি)
মোঃ আলী আফগান (এম-১৫)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় হিসাবের সমন্বয়করন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি।
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ সংক্রান্ত (সহ-সভাপতি)
মোঃ আমান উল্লাহ আমান (এম-২৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শরি’আর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি।
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ
মোঃ গোলাম কিবরিয়া (এম-২৬)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় কম্পিউটারে পোষ্টিং দিয়ে উভয় হিসাবের মিলকরন ইত্যাদি।
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট সংক্রান্ত (সভাপতি)
এম. এম. এস. আফরুজুল হক (রুবেল) (এম-২২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। ডোমিন, হোস্টিং, ব্যন্ডউইথ সংক্রান্ত যাবতীয় কাজের তদারকী, নবায়ন ফি প্রদান, সি প্যানেলের পাসওয়ার্ড সংরক্ষণ, ওয়েবসাইটে নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি।
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা সংক্রান্ত (সহ-সভাপতি)
মোঃ মহিউদ্দিন (এম-৪৭)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির জন্যে কাজ করা, নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি।
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব সাইট সংক্রান্ত
মোঃ নূরুন নবী (এম-৪৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন। নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন ইত্যাদি।
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য
মীর মোস্তাক মাহমুদ (এম-১০)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সকল সদস্যকে নিয়মিত বিভিন্ন তথ্য প্রেরণ, আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
নতুন কমিটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি । আল্লাহ হাফেজ।
18.06.2015
উপদেষ্টামন্ডলী ও কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যঃ
(*) উপদেষ্টাদের দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা, কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, নিয়মিত সভাসমূহে যোগদান করা, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে কাজ করা।
১) সভাপতির দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। উপদেষ্টামন্ডলী, কমিটি ও কমিটির বাইরের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, কমিটির সদস্যদের কাজের তদারকী করা, প্রতিষ্ঠানের সার্বিক তদারকী, কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, ব্যাংক একাউন্ট পরিচালনা করা, বি.ও একাউন্ট পরিচালনা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন করা, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন করা, বাৎসরিক হিসাব তৈরীতে তদারকী করা ইত্যাদি।
২) সহ-সভাপতির দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। কমিটি ও অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন, ব্যাংক হিসাব পরিচালনা করা, বি.ও হিসাব পরিচালনা করা, সার্বিকভাবে প্রতিষ্ঠানের সবকিছু তদারকী করা।
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা। শরীয়াসম্মত ও লাভজনক নতুন নতুন প্রজেক্ট চালু করা। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টসমূহ তদারকী করা, বিনিয়োগকৃত অর্থের রিপোর্ট তৈরী ও সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট প্রেরণ ইত্যাদি)
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। সঞ্চয় বৃদ্ধির জন্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন। সদস্যদের সঞ্চয় বৃদ্ধির জন্যে উৎসাহ যোগানো, সঞ্চয়কৃত অর্থ সদস্যদের হিসাবে জমাকরা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি)
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ভালো, মানসম্মত ও শরীয়াসম্মত শেয়ার ক্রয় করা, প্রয়োজনের সময় বা লাভে বিক্রয় করা। ওয়েবসাইটে নিয়মিত পোষ্টিং দেয়া। ব্যাংক একাউন্ট এবং বি.ও একাউন্টের মাঝে টাকা আদান-প্রদান করা। সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট তৈরী ও প্রেরণ ইত্যাদি)
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার এর সার্বিক দায়িত্ব পালন, মার্কেটিং, কাস্টমার কেয়ার ইত্যাদি নিয়ে কাজ করা। রিপোর্ট তৈরী ও সকল সদস্যকে প্রেরণের ব্যবস্থা তদারকী করা)
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ও বি এস এস অর্থাৎ অনলাইন বায়িং সেলিং প্রজেক্টে নতুন নতুন বৈধ ও শরীয়সম্মত পণ্য যুক্ত করা, পন্যসমূহ বিক্রি করা, ওয়েবসাইটে পণ্যতালিকা আপডেট করা, গ্রাহকের কাছে পণ্য পৌছানোর ব্যবস্থা করা ইত্যাদি)
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম অবলোকন করা ও আইনগত কোন জটিলতা তৈরী হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা, প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে আইনী কাঠামোতে রূপান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি)
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সদস্যদের সঞ্চয়কৃত অর্থের পরিমাণ মনিটরিং করা ও কোথায় বিনিয়োগ করলে ভালো হবে সেটা নিয়ে গবেষণা করা ও সে আলোকে পরামর্শ প্রদান করা ইত্যাদি)
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় হিসাবের সমন্বয়করন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি)
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শরি’আর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি)
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় কম্পিউটারে পোষ্টিং দিয়ে উভয় হিসাবের মিলকরন ইত্যাদি)
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। ডোমিন, হোস্টিং, ব্যন্ডউইথ সংক্রান্ত যাবতীয় কাজের তদারকী, নবায়ন ফি প্রদান, সি প্যানেলের পাসওয়ার্ড সংরক্ষণ, ওয়েবসাইটে নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি)
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির জন্যে কাজ করা, নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি)
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব ডেভেলপার (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন। নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন ইত্যাদি)
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সকল সদস্যকে নিয়মিত বিভিন্ন তথ্য প্রেরণ, আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি)
২১.০৩.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে এলো। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আইবিসফর-এর ২০১৪-১৫ সেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে আসছে। ২০১৫-১৬ সেশনের জন্যে নতুন কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে। এবার আমরা গণতন্ত্রের একটি উত্তম পন্থা অনুশীলনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য এ ব্যপারে আপত্তি না করেন তাহলে ভবিষ্যতে স্থায়ীভাবে এ পদ্ধতি অনুসরণ করা হবে এবং আমাদের অর্গানাইজেশনাল গাইডলাইনেও এ নিয়মটি সমন্নয় করা হবে। আর এ নতুন নিয়মে কাউকে প্রার্থী হতে হবে না। সকল একটিভ মেম্বার ভোট পাওয়ার ও দেয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বশেষ পদধারী ব্যতীত যে কাউকে যে কোন পদে ভোট দেয়া যাবে। তবে কেউ নির্দিষ্ট কোন পদে ভোট পেতে না চাইলে অথবা একেবারে কোন পদেই ভোট পেতে না চাইলে সকল সদস্যকে ইমেইলের মাধ্যমে তা জানাতে পারবেন। তবে ভোটারগণ তাকে ভোট দেয়া থেকে বিরত থাকবেন কিনা সেটা তাদের নিজস্ব ব্যপার। নিচে বিভিন্ন পদসমূহ ও তার সাথে সর্বশেষ দায়িত্বপ্রাপ্তদের নাম দেয়া হলো। এই ইমেইলটি রিপ্লাই টু অল দিয়ে আপনি বিভিন্ন পদের বিপরীতে আপনার পছন্দনীয় ব্যক্তির সদস্য নং ও নাম লিখে পাঠিয়ে দিন। ব্যাস এ টুকুই, আপনার কাজ শেষ, ভোট দেয়া হয়ে যাবে। বাকী কাজ নির্বাচন কমিশনারের। নিয়ম অনুযায়ী এ বারের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮)। তিনি সকল ভোটারের ভোট যোগ করে ফলাফল জানিয়ে দিবেন। ভোট দেয়ার শেষ তারিখঃ ১৫ জুন এর মাঝে, ফলাফল প্রকাশঃ ১৬ জুন এর মাঝে, নতুন কমিটির দায়িত্ব গ্রহণঃ ০১ জুলাই এর মাঝে, নতুন কমিটির দায়িত্বকালঃ ০১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত, পূর্ণ ১ বছর। নির্বাচিতগণকে কি দায়িত্ব পালন করতে হবে তা অর্গানাইজেশনাল গাইডলাইনে বলা আছে, অনুগ্রহ করে দেখে নিবেন।
১) সভাপতি
এ পদে বর্তমান সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
২) সহ-সভাপতি
এ পদে বর্তমান সহÑসভাপতি জনাব ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব মোঃ মাহফুজ উল্লাহ শরিফি (কল্লোল) (এম-৩৫) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়)
এ পদে জনাব মোঃ রাইছূল হক (এম-২) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট)
এ পদে জনাব মোঃ নজরুল ইসলাম (এম-২৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং)
এ পদে জনাব মোঃ গোলাম কিবরিয়া (এম-২৬) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত
এ পদে জনাব মোঃ আলী আফগান (এম-১৫) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত
এ পদে জনাব মোঃ এহসানুল ইসলাম (এম-৩) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম (এম-৬) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব মীর মোস্তাক মাহমুদ (এম-১০) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ
এ পদে জনাবা কাজী নাজনীন আক্তার (এম-৩৮) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন (মঈন) (এম-২৭) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব সাইট সংক্রান্ত
এ পদে জনাব ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য
এ পদে জনাব ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
ইফতার অনুষ্ঠান’২০১৫ তে গৃহীত সিদ্ধান্ত ও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা
০৬.০৭.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। গত ২৯.০৬.২০১৫ ইং অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে সম্মানিত সদস্যবৃন্দের মধ্য থেকে জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯), মোঃ রাইছূল হক (এম-২), মোঃ এহসানুল ইসলাম (এম-৩) , ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২), মোঃ ইকবাল হোসাইন (এম-৯), মোঃ নজরুল ইসলাম (এম-২৪), মোঃ হাসান আলী (১৮), ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪), ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭), এম. শাহ সেলিম (এম-১৩), মোহাম্মদ আলী চৌধূরী (এম-৪৮), মোঃ মাহবুব জামী (এম-৫০) উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিু লিখিত সিদ্ধান্ত গৃহীত হয় ও বেশকিছু প্রস্তাব উত্থাপিত হয়, যেগুলো আপনাদের মতামতের জন্যে প্রেরণ করা হলো, দয়া করে আপনাদের মতামত আগামী ২০শে জুন ২০১৫ এ মাঝে জানাবেন।
সিদ্ধান্তঃ
পাঁচ সদস্য বিশিষ্ট ’কুইক ডিসিশন মেকিং টিম’ বা ’কিউডিএমটি’ গঠন করা হয়। উপদেষ্টাদের মধ্য থেকে একজন, নব-নির্বাচিত সভাপতি, সহসভাপতি ও দুইজন কমিটির মেম্বার নিয়ে এ টিম গঠিত হয়। এ টিমের সদস্যগণ হলেনঃ জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯), মোঃ রাইছূল হক (এম-২), মোঃ এহসানুল ইসলাম (এম-৩) , ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪) ও মোঃ নজরুল ইসলাম (এম-২৪)। এই কমিট দ্রুততার সাথে ছোটখাট কোন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করবে। (এ ব্যাপারে আইবিসফরের অর্গানাইজেশনাল গাইড লাইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে)
প্রস্তাবসমূহঃ
০১. সঞ্চয় বৃদ্ধি সংক্রান্তঃ উপস্থিত সদস্যদের কাছ থেকে ৩ ধরনের প্রস্তাব পাওয়া গেছে। এ ব্যাপারে সকল সম্মানিত সদস্যের মতামত আহ্বান করা হচ্ছে।
(১) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে ৩ মাস পর পর ১০,০০০/- টাকা করে জমা করা;
(২) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে প্রতি মাসে ১০০০/- টাকা করে জমা করা;
(৩) প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে প্রতি মাসে ৫০০/- টাকা করে জমা করা
০২. ঢাকার বাইরে কমদামে বড় সাইজের ধানের জমি বা বাগানবাড়ী ক্রয় করা যেখানে পিকনিক স্পট বা কৃষি পন্য উৎপাদনের জন্যে ব্যবহার করা যাবে।
০৩. আইবিসফরের সদস্যদের নিয়ে মাঝে মাঝে পিকনিক বা বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনে যাওয়া;
০৪. ভালো লোকেশনে নির্মানাধীন ফ্ল্যাট, দোকান ইত্যাদি ক্রয় করা
উপরোক্ত বিষয়সমূহে আপনাদের মতামত দয়া করে আগামী ২০শে জুলাই এর মাঝে জানাবেন। আল্লাহ হাফেজ।
সহযোগীতা চাই
০১.০৭.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আজথেকে শুরু হলো ২০১৫-১৬ সেশনের নতুন কমিটির পথ চলা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন প্রয়োজন আপনাদের সহযোগীতা। গত ২৯.০৬.২০১৫ ইফতার অনুষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শসমূহ নিয়ে আলাদা মেইল প্রস্তুত হচ্ছে। অতিশীঘ্রই তা আপনাদের কাছে পাঠানো হবে। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার বিক্রির জন্যে গত ৪ মাস চেষ্টা চালিয়েও আমরা সফল হতে পারিনাই। সর্বশেষ ডা. তোফার কাছে ৩ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত হলেও সে এখন এটা নিতে অপারগতা প্রকাশ করেছে। তাই আমরা নতুন আঙ্গীতে নতুন চ্যালেঞ্জ নিয়ে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার টার্গেট নিয়ে আজ থেকে কাজ শুরু করলাম ইনশাআল্লাহ। এ ১ বছর আমি নিজে প্রতিদিন সেখানে সময় দেয়ার চেষ্টা করব এবং নিজ হাতে হিসাব রাখার চেষ্টা করব। এ ব্যাপারে মহান আল্লাহর দয়া ও আপনাদের সহযোগীতা কামনা করছি। আপনারা খাস করে একটু দোয়া করবেন ও যতটা সম্ভব রোগী পাঠানোর চেষ্টা করবেন। আমরা নিুলিখিত বিষয়গুলো সেখানে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহঃ
১. আগামী ৩০ জুন ২০১৬ পর্যন্ত ১ বছরের জন্যে আমি নিজে এ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলাম এবং এর উন্নয়নের জন্যে আজ থেকে নতুন উদ্যোমে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
২. মাসিক বেতনের ভিত্তিতে আরো একজন ডাক্তার নিয়োগ দেয়ার চেষ্টা করা হবে।
৩. ডিসকাউন্ট কুপন চালু করা হবেঃ আমরা সকল রোগীর একটি ডাটাবেজ তৈরী করতে চাই। যেন সময় সময় তাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো যায়। এ লক্ষ্যে রোগীদের প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহের জন্যে একটি ডিসকাউন্ট কুপন তৈরী করা হবে। এ কুপনে সকল নতুন রোগীকে তার গুরুত্বপূর্ণ তথ্যাবলী লিখে জমা দেয়ার অনুরোধ করা হবে। যে সকল রোগী তা পালন করবে তাদেরকে প্রথমদিন ৫০% ডিসকাউন্ট দেয়া হবে। এ ভাবে রোগীদের প্রয়োজনীয় তথ্যাবলী আপনাআপনি আমাদের সংগ্রহে চলে আসবে। আমরা সে সকল তথ্য কম্পিউটারে লিপিবদ্ধ করে তাদেরকে একটি আই ডি নম্বর দিয়ে দিব। সে আই ডি অনুসারে উক্ত রোগীর সেবা দেয়া হবে।
৪. জুম’আ বার সহ সকল ছুটির দিনে চেম্বার খোলা রাখার চেষ্টা করা হবে।
৫. আইবিসফর.ব্লগস্পট.কম এ এফডিসি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করা হবে।
৬. প্রচার প্রচারণার ব্যবস্থা করা হবে।
৭. চেম্বারে টিভি/কম্পিউটার স্থাপন করা হবে।
পুনরায় আল্লাহর সাহায্য ও আপনাদের দোয়া এবং সহযোগীতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
বিনীত, এম. রাইছূল হক
২৫.০৬.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিবারের মত এবারও আইবিসফরের সদস্যগণের জন্যে ইফতারের আয়োজন করা হচ্ছে। তারিখঃ ২৯ জুন ২০১৫, স্থানঃ মিটিং রুম (আইডিয়া ফ্যাক্টরী), আইসিটিডব্লিউ, ১৯৬, মতিঝিল বা/এ, ঢাকা। সময়ঃ বিকেল ০৪:০০ থেকে ইফতার পর্যন্ত। আলোচ্যসূচীঃ
১. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত
২. ২০১৪-১৫ সেশনের বিদায়ী সভাপতির বক্তব্য
৩. নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও কয়েকজন সদস্যের অনুভূতি প্রকাশ
৪. এফডিসির বিষয়ে আলোচনা
৫. ২০১৫-১৬ সেশনের নতুন কমিটির কয়েকজন সদস্যদের বক্তব্য
৬. নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা
৭. ’কুইক ডিসিশন মেকিং টিম’ গঠন নিয়ে আলোচনা
৮. পারস্পরিক পরিচিতি
৯. বিবিধ
১০. ২০১৫-১৬ সেশনের নতুন সভাপতির বক্তব্য
১১. দোয়া ও মুনাজাত
১২. ইফতার গ্রহণ (হীরাঝিল হোটেল, মতিঝিল) (সৌজন্যেঃ এম. রাইছুল হক)
সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে হাজির হওয়ার জন্যে অনুরোধ করা হলো। দয়াকরে এ মেইলটির প্রাপ্তি স্বীকার করলে আমরা খুশি হব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
২০.০৬.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আইবিসফরের আগামী ২০১৫-১৬ সেশনের কমিটি নির্বাচিত করেছেন যার কপি গত ১৬.০৬.২০১৫ ইং ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যারা কষ্টকরে ভোট দিয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরা যারা ভোট দেনটি, তাদের নিকট আমাদের বিনীত অনুরোধ আপনারা যদি দয়াকরে কারণটি আমাদেরকে জানান আমরা খুবই উপকৃত হব। হয়তোবা আপনারা নির্বাচনের এ প্রকৃয়াটিকে পছন্দ করেননি বা পদ্ধতিটি আপনাদের কাছে ভালো মনে হয়নি অথবা অন্য কোন কিছু। কারণ যাই হোক না কেন আপনারা দয়াকরে লিখে জানালে ভবিষ্যতে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নির্বাচন প্রকৃয়া পরিচালনা করব ইনশাআল্লাহ। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব ইঞ্জিনিয়র আল মো: জুবায়ের ইসলাম (এম-২৮)। তিনি অত্যন্ত কষ্ট করে, মূল্যবান সময় ব্যয় করে এবং আন্তরিকতার সাথে এ কাজটি সম্পন্ন করেছেন। এ জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ। একজন সম্মানিত সদস্য নির্ধারত তারিখের পরে ভোট দিয়েছেন এবং কয়েকজন সদস্য একই পদে পূর্বের ব্যাক্তিকে ভোট দিয়েছেন যা সঠিক ভোট হিসেবে ধরা সম্ভব হয়নি, ভবিষ্যতে এ বিষয়টি খেয়াল রাখার জন্যে সকল সম্মানিত সদস্যকে অনুরোধ করা হলো। ২০১৫-১৬ সেশনের কমিটির ও উপদেষ্টামন্ডলীর তালিকা নিুে প্রদান করা হলোঃ
(আইবিসফরের অর্গানাইজেশনাল গাইডলাইনের আলোকে যে সকল সদস্য অতীতে যে কোন সময় কমিটির সদস্য ছিলেন কিন্তু সর্বশেষ কমিটিতে নেই সে সকল সদস্য আপনাআপনি সর্বশেষ কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত হন, সে আলোকে নিচের তালিকা প্রনয়ন করা হলো)
উপদেষ্টামন্ডলীঃ
১. মোঃ রফিকুল ইসলাম (এম-১) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
২. মোঃ ছাইদুল হক (এম-৫) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
৩. কাজী মোঃ লুৎফুর রহমান (এম-১২) (কমিটি মেম্বার ২০১৩-১৪)
৪. মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৫. মোঃ মাহফুজ উল্লাহ শরিফি (কল্লোল) (এম-৩৫) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৬. ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন (মঈন) (এম-২৭) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৭. ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
৮. কাজী নাজনীন আক্তার (এম-৩৮) (কমিটি মেম্বার ২০১৪-১৫)
উপদেষ্টাদের দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা, কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, নিয়মিত সভাসমূহে যোগদান করা, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে কাজ করা।
১) সভাপতি
১ম: মোঃ রাইছূল হক (এম-২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। উপদেষ্টামন্ডলী, কমিটি ও কমিটির বাইরের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, কমিটির সদস্যদের কাজের তদারকী করা, প্রতিষ্ঠানের সার্বিক তদারকী, কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, ব্যাংক একাউন্ট পরিচালনা করা, বি.ও একাউন্ট পরিচালনা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন করা, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন করা, বাৎসরিক হিসাব তৈরীতে তদারকী করা ইত্যাদি।
২) সহ-সভাপতি
মোঃ এহসানুল ইসলাম (এম-৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। কমিটি ও অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন, ব্যাংক হিসাব পরিচালনা করা, বি.ও হিসাব পরিচালনা করা, সার্বিকভাবে প্রতিষ্ঠানের সবকিছু তদারকী করা ইত্যাদি।
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ সংক্রান্ত (সভাপতি)
ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা। শরীয়াসম্মত ও লাভজনক নতুন নতুন প্রজেক্ট চালু করা। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টসমূহ তদারকী করা, বিনিয়োগকৃত অর্থের রিপোর্ট তৈরী ও সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট প্রেরণ ইত্যাদি।
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় সংক্রান্ত (সহ-সভাপতি)
ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। সঞ্চয় বৃদ্ধির জন্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন। সদস্যদের সঞ্চয় বৃদ্ধির জন্যে উৎসাহ যোগানো, সঞ্চয়কৃত অর্থ সদস্যদের হিসাবে জমাকরা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি।
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়)
ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ভালো, মানসম্মত ও শরীয়াসম্মত শেয়ার ক্রয় করা, প্রয়োজনের সময় বা লাভে বিক্রয় করা। ওয়েবসাইটে নিয়মিত পোষ্টিং দেয়া। ব্যাংক একাউন্ট এবং বি.ও একাউন্টের মাঝে টাকা আদান-প্রদান করা। সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট তৈরী ও প্রেরণ ইত্যাদি
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট)
ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার এর সার্বিক দায়িত্ব পালন, মার্কেটিং, কাস্টমার কেয়ার ইত্যাদি নিয়ে কাজ করা। রিপোর্ট তৈরী ও সকল সদস্যকে প্রেরণের ব্যবস্থা তদারকী করা ইত্যাদি।
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং)
এম. শাহ সেলিম (এম-১৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ও বি এস এস অর্থাৎ অনলাইন বায়িং সেলিং প্রজেক্টে নতুন নতুন বৈধ ও শরীয়সম্মত পণ্য যুক্ত করা, পন্যসমূহ বিক্রি করা, ওয়েবসাইটে পণ্যতালিকা আপডেট করা, গ্রাহকের কাছে পণ্য পৌছানোর ব্যবস্থা করা ইত্যাদি।
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত
মোঃ ওয়াহিদুল ইসলাম (এম-৬)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম অবলোকন করা ও আইনগত কোন জটিলতা তৈরী হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা, প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে আইনী কাঠামোতে রূপান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি।
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত
মোঃ নজরুল ইসলাম (এম-২৪)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সদস্যদের সঞ্চয়কৃত অর্থের পরিমাণ মনিটরিং করা ও কোথায় বিনিয়োগ করলে ভালো হবে সেটা নিয়ে গবেষণা করা ও সে আলোকে পরামর্শ প্রদান করা ইত্যাদি।
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন সংক্রান্ত (সভাপতি)
মোঃ আলী আফগান (এম-১৫)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় হিসাবের সমন্বয়করন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি।
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ সংক্রান্ত (সহ-সভাপতি)
মোঃ আমান উল্লাহ আমান (এম-২৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শরি’আর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি।
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ
মোঃ গোলাম কিবরিয়া (এম-২৬)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় কম্পিউটারে পোষ্টিং দিয়ে উভয় হিসাবের মিলকরন ইত্যাদি।
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট সংক্রান্ত (সভাপতি)
এম. এম. এস. আফরুজুল হক (রুবেল) (এম-২২)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। ডোমিন, হোস্টিং, ব্যন্ডউইথ সংক্রান্ত যাবতীয় কাজের তদারকী, নবায়ন ফি প্রদান, সি প্যানেলের পাসওয়ার্ড সংরক্ষণ, ওয়েবসাইটে নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি।
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা সংক্রান্ত (সহ-সভাপতি)
মোঃ মহিউদ্দিন (এম-৪৭)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির জন্যে কাজ করা, নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি।
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব সাইট সংক্রান্ত
মোঃ নূরুন নবী (এম-৪৩)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন। নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন ইত্যাদি।
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য
মীর মোস্তাক মাহমুদ (এম-১০)
দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সকল সদস্যকে নিয়মিত বিভিন্ন তথ্য প্রেরণ, আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
নতুন কমিটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি । আল্লাহ হাফেজ।
18.06.2015
উপদেষ্টামন্ডলী ও কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যঃ
(*) উপদেষ্টাদের দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা, কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, নিয়মিত সভাসমূহে যোগদান করা, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে কাজ করা।
১) সভাপতির দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। উপদেষ্টামন্ডলী, কমিটি ও কমিটির বাইরের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, কমিটির সদস্যদের কাজের তদারকী করা, প্রতিষ্ঠানের সার্বিক তদারকী, কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, ব্যাংক একাউন্ট পরিচালনা করা, বি.ও একাউন্ট পরিচালনা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন করা, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন করা, বাৎসরিক হিসাব তৈরীতে তদারকী করা ইত্যাদি।
২) সহ-সভাপতির দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। কমিটি ও অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, ওয়েব এডমিন হিসাবে দায়িত্বপালন, নতুন সদস্য অনুমোদন, ডিপোজিট পোষ্টিং অনুমোদন, ব্যাংক হিসাব পরিচালনা করা, বি.ও হিসাব পরিচালনা করা, সার্বিকভাবে প্রতিষ্ঠানের সবকিছু তদারকী করা।
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা। শরীয়াসম্মত ও লাভজনক নতুন নতুন প্রজেক্ট চালু করা। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টসমূহ তদারকী করা, বিনিয়োগকৃত অর্থের রিপোর্ট তৈরী ও সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট প্রেরণ ইত্যাদি)
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। সঞ্চয় বৃদ্ধির জন্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন। সদস্যদের সঞ্চয় বৃদ্ধির জন্যে উৎসাহ যোগানো, সঞ্চয়কৃত অর্থ সদস্যদের হিসাবে জমাকরা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি)
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ভালো, মানসম্মত ও শরীয়াসম্মত শেয়ার ক্রয় করা, প্রয়োজনের সময় বা লাভে বিক্রয় করা। ওয়েবসাইটে নিয়মিত পোষ্টিং দেয়া। ব্যাংক একাউন্ট এবং বি.ও একাউন্টের মাঝে টাকা আদান-প্রদান করা। সময়মত সকল সদস্যের অবগতির জন্যে রিপোর্ট তৈরী ও প্রেরণ ইত্যাদি)
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ফ্রেন্ডস ডেন্টাল কেয়ার এর সার্বিক দায়িত্ব পালন, মার্কেটিং, কাস্টমার কেয়ার ইত্যাদি নিয়ে কাজ করা। রিপোর্ট তৈরী ও সকল সদস্যকে প্রেরণের ব্যবস্থা তদারকী করা)
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ও বি এস এস অর্থাৎ অনলাইন বায়িং সেলিং প্রজেক্টে নতুন নতুন বৈধ ও শরীয়সম্মত পণ্য যুক্ত করা, পন্যসমূহ বিক্রি করা, ওয়েবসাইটে পণ্যতালিকা আপডেট করা, গ্রাহকের কাছে পণ্য পৌছানোর ব্যবস্থা করা ইত্যাদি)
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম অবলোকন করা ও আইনগত কোন জটিলতা তৈরী হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা, প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে আইনী কাঠামোতে রূপান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সঞ্চয়কৃত অর্থের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা ইত্যাদি)
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সদস্যদের সঞ্চয়কৃত অর্থের পরিমাণ মনিটরিং করা ও কোথায় বিনিয়োগ করলে ভালো হবে সেটা নিয়ে গবেষণা করা ও সে আলোকে পরামর্শ প্রদান করা ইত্যাদি)
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় হিসাবের সমন্বয়করন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি)
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শরি’আর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষন ও অনিয়ম দূরীকরণ ইত্যাদি)
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ব্যাংক হিসাবের সাথে প্রতিষ্ঠানের মোট সঞ্চয় ও আয়-ব্যায় কম্পিউটারে পোষ্টিং দিয়ে উভয় হিসাবের মিলকরন ইত্যাদি)
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট বিশেষজ্ঞ (সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। ডোমিন, হোস্টিং, ব্যন্ডউইথ সংক্রান্ত যাবতীয় কাজের তদারকী, নবায়ন ফি প্রদান, সি প্যানেলের পাসওয়ার্ড সংরক্ষণ, ওয়েবসাইটে নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি)
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা বিশেষজ্ঞ (সহ-সভাপতি) (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির জন্যে কাজ করা, নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন ইত্যাদি)
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব ডেভেলপার (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা। নতুন নতুন ফিচার সংযোজন, পুরাতন ফিচার বিয়োজন বা সংশোধন। নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন ইত্যাদি)
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য (দায়িত্বঃ নতুন সদস্য বৃদ্ধি করা। নিয়মিত সভাসমূহে যোগদান করা। সকল সদস্যকে নিয়মিত বিভিন্ন তথ্য প্রেরণ, আইবিসফরের ওয়েবপেজ আপডেট করা, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি)
২০১৫-১৬ সেশনের নতুন কমিটি নির্বাচন:
২১.০৩.২০১৫ ইং।
সম্মানিত সদস্যবৃন্দ,
আস্সালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে এলো। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আইবিসফর-এর ২০১৪-১৫ সেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে আসছে। ২০১৫-১৬ সেশনের জন্যে নতুন কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে। এবার আমরা গণতন্ত্রের একটি উত্তম পন্থা অনুশীলনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য এ ব্যপারে আপত্তি না করেন তাহলে ভবিষ্যতে স্থায়ীভাবে এ পদ্ধতি অনুসরণ করা হবে এবং আমাদের অর্গানাইজেশনাল গাইডলাইনেও এ নিয়মটি সমন্নয় করা হবে। আর এ নতুন নিয়মে কাউকে প্রার্থী হতে হবে না। সকল একটিভ মেম্বার ভোট পাওয়ার ও দেয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বশেষ পদধারী ব্যতীত যে কাউকে যে কোন পদে ভোট দেয়া যাবে। তবে কেউ নির্দিষ্ট কোন পদে ভোট পেতে না চাইলে অথবা একেবারে কোন পদেই ভোট পেতে না চাইলে সকল সদস্যকে ইমেইলের মাধ্যমে তা জানাতে পারবেন। তবে ভোটারগণ তাকে ভোট দেয়া থেকে বিরত থাকবেন কিনা সেটা তাদের নিজস্ব ব্যপার। নিচে বিভিন্ন পদসমূহ ও তার সাথে সর্বশেষ দায়িত্বপ্রাপ্তদের নাম দেয়া হলো। এই ইমেইলটি রিপ্লাই টু অল দিয়ে আপনি বিভিন্ন পদের বিপরীতে আপনার পছন্দনীয় ব্যক্তির সদস্য নং ও নাম লিখে পাঠিয়ে দিন। ব্যাস এ টুকুই, আপনার কাজ শেষ, ভোট দেয়া হয়ে যাবে। বাকী কাজ নির্বাচন কমিশনারের। নিয়ম অনুযায়ী এ বারের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮)। তিনি সকল ভোটারের ভোট যোগ করে ফলাফল জানিয়ে দিবেন। ভোট দেয়ার শেষ তারিখঃ ১৫ জুন এর মাঝে, ফলাফল প্রকাশঃ ১৬ জুন এর মাঝে, নতুন কমিটির দায়িত্ব গ্রহণঃ ০১ জুলাই এর মাঝে, নতুন কমিটির দায়িত্বকালঃ ০১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত, পূর্ণ ১ বছর। নির্বাচিতগণকে কি দায়িত্ব পালন করতে হবে তা অর্গানাইজেশনাল গাইডলাইনে বলা আছে, অনুগ্রহ করে দেখে নিবেন।
১) সভাপতি
এ পদে বর্তমান সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মো. তুখরিজুল ইনাম (এম-১৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
২) সহ-সভাপতি
এ পদে বর্তমান সহÑসভাপতি জনাব ইঞ্জিনিয়ার এইচ. এম. শাহ পরান আলী (এম-৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
এক্সিকিউটিভ কমিটিঃ
৩) এক্সিকিউটিভ সদস্য-১ বিনিয়োগ সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব মোঃ জাকির ইমতিয়াজ (এম-১৯) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৪) এক্সিকিউটিভ সদস্য-২ সঞ্চয় সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব মোঃ মাহফুজ উল্লাহ শরিফি (কল্লোল) (এম-৩৫) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৫) এক্সিকিউটিভ সদস্য-৩ বিনিয়োগ সংক্রান্ত (শেয়ার ক্রয় বিক্রয়)
এ পদে জনাব মোঃ রাইছূল হক (এম-২) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৬) এক্সিকিউটিভ সদস্য-৪ বিনিয়োগ সংক্রান্ত (প্রজেক্ট)
এ পদে জনাব মোঃ নজরুল ইসলাম (এম-২৪) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৭) এক্সিকিউটিভ সদস্য-৫ বিনিয়োগ সংক্রান্ত (অনলাইন বায়িং সেলিং)
এ পদে জনাব মোঃ গোলাম কিবরিয়া (এম-২৬) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৮) এক্সিকিউটিভ সদস্য-৬ আইন সংক্রান্ত
এ পদে জনাব মোঃ আলী আফগান (এম-১৫) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
৯) এক্সিকিউটিভ সদস্য-৭ ঝুঁকি নিরসন সংক্রান্ত
এ পদে জনাব মোঃ এহসানুল ইসলাম (এম-৩) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
অডিট কমিটিঃ
১০) নিরীক্ষক সদস্য-১ আইন সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম (এম-৬) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১১) নিরীক্ষক সদস্য-২ শরি’আ সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব মীর মোস্তাক মাহমুদ (এম-১০) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১২) নিরীক্ষক সদস্য-৩ হিসাববিদ
এ পদে জনাবা কাজী নাজনীন আক্তার (এম-৩৮) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
তথ্য প্রযুক্তি কমিটিঃ
১৩) আই.টি. সদস্য-১ ওয়েবসাইট সংক্রান্ত (সভাপতি)
এ পদে জনাব ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন (মঈন) (এম-২৭) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১৪) আই.টি. সদস্য-২ নিরাপত্তা সংক্রান্ত (সহ-সভাপতি)
এ পদে জনাব ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন (এম-১৭) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
১৫) আই.টি. সদস্য-৩ ওয়েব সাইট সংক্রান্ত
এ পদে জনাব ইঞ্জিনিয়ার আল মোঃ জুবায়ের ইসলাম (এম-২৮) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
বিবিধঃ
১৬) পাবলিক রিলেশনস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সদস্য
এ পদে জনাব ডাঃ মোঃ লুৎফর রহমান (এম-৩২) ব্যতীত যে কাউকে ভোট দেয়া যাবে
Thanks
ReplyDelete